Print

করমুক্ত এবং কর অব্যাহতির জন্য দাবীকৃত আয় :

করদাতার করমুক্ত এবং কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে তা এখানে দেখাতে হবে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের কয়েকটি আইটেম নীচে দেয়া হলো :

(ক) করদাতা যদি চাকুরীর দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা, সুবিধা বা আনুতোষিক (perquisite) পান ;
(খ) পেনশন ;
(গ) সরকারী সিকিউরিটিজ হতে প্রাপ্ত সুদ ৫,০০০/- টাকা পর্যন্ত ;
(ঘ) ডিবেঞ্চার হতে প্রাপ্ত সুদ ২০,০০০/- টাকা পর্যন্ত । তবে সরকারী সিকিউরিটিজ ও ডিবেঞ্চার উভয় খাত হতে প্রাপ্ত সুদ থাকলে, সর্বমোট ২০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত হবে ;
(ঙ) অংশীদারী ফার্ম হতে পাওয়া মূলধনী মুনাফার অংশ ;
(চ) গ্রাচুইটি প্রাপ্তি ;
(ছ) প্রভিডেন্ট ফান্ড (এ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী) থেকে প্রাপ্ত অর্থ ;
(জ) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থ ;
(ঝ) স্বীকৃত সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ ;
(ঞ) কোম্পানিজ প্রফিট (ওয়ার্কার্স পার্টিসিপেশন) এ্যাক্ট ১৯৬৮ এর আওতায় ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে প্রাপ্ত অর্থ ;
(ট) মিউচুয়্যাল ফান্ড অথবা ইউনিট ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ (dividend) ২৫,০০০/- টাকা পর্যন্ত ;
(ঠ) সরকারী নিরাপত্তা জামানতের সুদ যা সরকার করমুক্ত বলে ঘোষণা করেছে ;
(ড) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পাহাড়ী অধিবাসীর দ্বারা এই জেলাগুলোতে পরিচালিত আর্থিক কর্মকান্ডের ফলে প্রাপ্ত আয় ;
(ঢ) রপ্তানী ব্যবসা হতে প্রাপ্ত আয়ের ৫০% ;
(ণ) আয়ের একমাত্র উৎস 'কৃষি খাত' হলে কৃষি খাত হতে আয় ৫০,০০০/- টাকা পর্যন্ত ;
(ত) সঞ্চয়পত্রের সুদ ২৫,০০০/- টাকার বেশী না হলে।

(থ) 'কমপিউটার সফ্টওয়ার' ও তথ্য প্রযক্তি নির্ভর সেবা (ITES) ব্যবসার আয় {এস, আর ও নং-২১৬-আইন/ আয়কর/২০০৫};
(দ) মৎস্য খামার, গবাদি পশুর খামার, হাঁস-মুরগীর খামার, তুঁত গাছের চাষ, রেশম গুটি পোকা পালনের খামার, ব্যাঙ উৎপাদন খামার, ফুল ও লতা পাতার চাষ, ছত্রাক উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, বীজ উৎপাদন, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ বিপণন এবং দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার হতে অর্জিত আয়। তবে এ ক্ষেত্রে অর্জিত আয় ১,৫০,০০০/- টাকা এর অধিক হলে অর্জিত আয়ের ১০% সরকারী বন্ড ক্রয়ে বিনিয়োগ করতে হবে। {এস,আরওনং-২০৬-আইন/আয়কর/২০০৫}
(ধ) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার বিক্রয় হতে অর্জিত মুলধনী মুনাফা {আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৩২{৭};
(ন) হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানী থেকে উদ্ভুত আয়
(প) জিরোকুপন বন্ড থেকে উদ্ভুত আয়

এছাড়া আয়কর আইন এবং এস, আর, ও এর অধীনে নীচে উল্লেখকৃত আয়সমূহও করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবেনা:
(ক) বাংলাদেশের বাইরে উদ্ভুত আয় প্রচলিত আইনের অধীনে বাংলাদেশে আনীত হলে, উক্ত আয় {এস,আরওনং-২১৬-আইন/আয়কর/২০০৪};
(খ) সরকার কর্তৃক অনুমোদিত সঞ্চয়ী পেনশন স্কীম হতে অর্জিত সূদ আয় {এস,আরওনং-৮৯-আইন-আয়কর/২০০৩};
(গ) ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে অর্জিত আয় {এস,আরও নং-১৬০-এল/৮১}

করমুক্ত আয়সমুহ করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত না হলেও রিটার্ণে করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে।


Print