Print

বিনিয়োগের খাতঃ

একজন করদাতার বিনিয়োগ ও দানের সম্ভাব্য খাতের তালিকা নীচে দেয়া হলোঃ

* জীবন বীমার প্রিমিয়াম
* সরকারী কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
* স্বীকৃত ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা
* ডিবেঞ্চার ও শেয়ারে বিনিয়োগ
* কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা
* সরকার কর্তৃক অনুমোদিত ডিপোজিট পেনশন স্কীমে চাঁদা
* সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ

দানঃ

* যাকাত তহবিলে দান
* বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান
* প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান
* আগাঁ খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান
* আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান
* সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণম লক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান

ধরা যাক, একজন করদাতার এসকল খাতের কয়েকটিতে মোট বিনিয়োগের পরিমাণ ৩,০০,০০০/- টাকা। এই করদাতার মোট আয়ের পরিমাণ মনে করি ১২,০০,০০০/- টাকা যার উপর ১,৬৬,২৫০/- টাকা আয়কর দিতে হবে। এই করদাতা মোট আয়ের ২৫% অর্থাৎ (১২,০০,০০০/- × ২৫%) = ৩,০০,০০০/- টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর রেয়াত পাবেন। কর রেয়াতের হার হবে ১০% এবং পরিমাণ হবে ৩,০০,০০০/- × ১০% = ৩০,০০০/- টাকা। এই অংক আয় বিবরণীর ১৪ নং ক্রমিকে উল্লেখ করতে হবে।


Print